মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রতিক্রিয়া

আস্থা রাখছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

একেএম নুরুল হুদার নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল রাতে ইসি গঠনের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় দলটির নেতারা বলেছেন, নিয়োগপ্রাপ্তরা দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি। তারা এর আগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আশা করি আগামী নির্বাচনেও তারা দক্ষতার পরিচয়  দেবেন এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেবেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা দক্ষতার পরিচয় দেবেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কারণ রাষ্ট্রপতি একজন বিজ্ঞ ও প্রাজ্ঞ মানুষ। তিনি যাচাই-বাছাই করেই দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। আমরা আগেই বলেছি, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব। যারা নিয়োগ পেয়েছেন তারা দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি। আগামী নির্বাচনেও দক্ষতার পরিচয় দেবেন।  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগ সব সময় রাষ্ট্রপতি ও সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। আরেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা আগেই বলেছিলাম রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তার প্রতি সম্মান জানাব। আশা করি নির্বাচন কমিশন দক্ষতার পরিচয় দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর