শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ত্রুটিপূর্ণ আইনের কারণে মামলা বাড়ছে

মৌলভীবাজার প্রতিনিধি

ত্রুটিপূর্ণ আইনের কারণে মামলা বাড়ছে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগকে বিচার বিভাগের মতো কাজ করতে দিলে আদালতগুলোয় হাজার হাজার মামলার জট থাকত না।’ মামলার বাড়তি চাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ আইন হওয়ায় মামলা বেড়ে যাচ্ছে।’

মৌলভীবাজার আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ সভায় গত বৃহস্পতিবার রাতে প্রধান  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, দেশের ক্রান্তিকালে বিচার বিভাগই দেশকে রক্ষা করে। সংবিধান রক্ষা করে। তাই আইনের সঙ্গে যারা জড়িত তারা যদি সামান্য বিচ্যুত হন, তা হলে সেই দেশের ভবিষ্যৎ অন্ধকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরী।

সর্বশেষ খবর