শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খালেদাকে জেলে পাঠানোর ভাবনা সরকারের নেই

----------ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। দোষী সাব্যস্ত হলে আদালত তাকে কী দণ্ড দেবে এবং কত বছরের জেল দেবে অথবা দণ্ড মওকুফ করবে— সেটা আদালতের বিষয়।

গতকাল রাজধানী ঢাকার এয়ারপোর্ট রোডে হোটেল রেডিসনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কি না— সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। সময় এবং স্রোত কারও জন্য যেমন অপেক্ষা করে না, তেমন সংবিধান এবং নির্বাচনও কারও জন্য অপেক্ষা করবে না। তিনি বলেন, আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন কারও জন্য বসে থাকবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে ভারতের তামিলনাডুর উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তামিলনাডুতে জয়ললিতার বান্ধবী শশীকলা মেজরিটি দাবি করে আদালতের রায়ের কারণে জেলে গিয়েছিলেন। সরকার গঠনের একেবারে কাছে থেকেও তিনি কিন্তু সরকার গঠন করতে পারেননি। দুর্নীতির দণ্ডে তাকে কারাগারে থাকতে হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবেদ মনসুরসহ সড়ক ও জনপথ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। উল্লেখ্য, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন করছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ কাজ। আগামী জুলাই মাসে কাজ শেষ হলে এটি হবে দেশের প্রথম ডিজিটাল সড়ক। এতে ব্যয় হচ্ছে প্রায় ১৪০ কোটি টাকা।

 ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

সর্বশেষ খবর