টি-২০ ক্রিকেটকে গুডবাই জানালেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসের সময় অবসরের ঘোষণা দেন বাংলাদেশের অধিনায়ক। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দুটি ম্যাচই খেলবেন তিনি। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০তে টস জয়ের পর প্রতিক্রিয়া জানানোর সময় মাশরাফি বলেন, ‘এই টি-২০ সিরিজটি বাংলাদেশের হয়ে আমার শেষ টি-২০ সিরিজ।’ কলম্বোতে গত রাতেই সাকিব আল হাসানকে টি-২০ অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-২০তে মাশরাফির অভিষেক হয়েছিল ২০০৬ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। কালকের ম্যাচের আগে পর্যন্ত ৫২ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন। টি-২০ মাশরাফি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। সে কারণে আহামরি ভালো পারফরম্যান্সও নেই। তবে ২০১২ সালে ২১ জুলাই বেলফাস্টে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটি নিশ্চয়ই মনে রাখবেন মাশরাফি ভক্তরা। ব্যাটে-বলে কী অসাধারণ জাদুই না দেখিয়েছিলেন। বল হাতে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। আর ব্যাট হাতে মাত্র ১৩ বলে করেছিলেন ৩০ রান। যার মধ্যে চার চারটি বিশাল ছক্কার মার ছিল। ম্যাচসেরাও হয়েছিলেন মাশরাফি। তবে দলে নড়াইল এক্সপ্রেস কেবল একজন ক্রিকেটার হিসেবে খেলেন না! তিনি একজন মটিভেটর। একজন ক্রিকেটারের ভিতর থেকে কিভাবে ভালো পারফরম্যান্স আদায় করে নেওয়া যায় তা খুব ভালো করেই জানতেন মাশরাফি। সে কারণেই তার নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়েছে। ব্যক্তি হিসেবে মাশরাফি অমায়িক। কিন্তু নীতিতে অটল। সে কারণেই যখন দেখলেন টি-২০তে ঠিকমতো নিজেকে মানিয়ে নিতে পারছেন তাই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। মাশরাফির এক যুগের টি-২০ ক্যারিয়ারের পরিসমাপ্তি!
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
মাশরাফির অবসর টি-২০ অধিনায়ক সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর