শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘প্রচারণা’ চলছেই প্রশ্ন ফাঁসের

আতঙ্কে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসকারী চক্র থেমে নেই। গত বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার প্রায় ৪০ মিনিট আগেই ছড়িয়ে দেওয়া হয় এসএসসির বাংলা প্রথম পত্রের এমসিকিউ ৩০টি প্রশ্ন। আজ এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঘিরে গত দুই দিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার আগেই প্রশ্ন দেওয়ার প্রচারণা চালাচ্ছে অনেকে। আর এর মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। মাত্র ২ হাজার টাকায় ‘SSC Exam question 2018’ ফেসবুক পেজ থেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে ০১৬৪০৭৩৪৩৭৮ মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। নম্বরটিতে কয়েক বার ফোন করে ব্যস্ত পাওয়া গেছে। ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে একাধিক আইডি  থেকে বাংলা প্রথমপত্র প্রশ্ন ফাঁসের প্রমাণ দিয়ে বলা হচ্ছে দ্বিতীয়পত্রের চার সেট প্রশ্নই তারা নিশ্চিতভাবে ফাঁস করবে। প্রশ্ন পেতে ইনবক্সে যোগাযোগ করতেও বলা হচ্ছে|  ‘PSC • JSC • SSC • HSC Exam Helping Center’ পাবলিক গ্রুপ থেকে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। পরীক্ষার আগেই শতভাগ প্রশ্ন দেওয়ার আশ্বাস দিচ্ছে এ চক্রটি।

বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হলেও সেদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে প্রশ্নের কোনো মিল নেই। অথচ পরীক্ষার আগে মন্ত্রী নাহিদ বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁস হলে সেটি বাতিল করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি।

সর্বশেষ খবর