বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এক অন্ধকারাচ্ছন্ন দুঃসময়ে বাস করছি। স্বাভাবিক রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়েও দলের নেতৃবৃন্দ সরকারের নিষ্পেষণের শিকার হচ্ছেন। বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পুতুল খেলা হয়ে দাঁড়িয়েছে। শনিবারের (আজ) জাতীয় নির্বাহী কমিটির বৈঠক যাতে সফল না হয় সেজন্য সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’ গত চার দিনে ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান রিজভী আহমেদ। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘দলের জাতীয় নির্বাহী কমিটির সহবন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনক উল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। এভাবে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা নয়াপল্টনের কার্যালয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে এসে গ্রেফতার হয়েছেন, বাসা থেকেও নেতাদের গ্রেফতার করা হচ্ছে।’ নির্বাহী কমিটির সভার প্রস্তুতি সম্পর্কে সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, ‘সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বৈঠকে অংশগ্রহণকারী নির্বাহী কমিটির সদস্যদর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮টায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে।’ এ সময় তিনি বিএনপি মহানগরীর শফিকুল ইসলাম রাসেল, মো. খলিল, রানী বাবু, আমির সরদার, রোমান, লিংকন, মো. মুক্তার হোসেন, রহমত উল্লাহ দুলাল, তোজাম্মেল হক সোহাগ, রাহাত খান, জাকির হোসেন সজীব, আলমগীর, সৈয়দা দিলারা কলি, মনোয়ারা বেগম, শাহিদা, মোসাম্মাৎ শামীমা, আবদুল্লাহ আল মামুন, সুমন, ব্রাহ্মণবাড়িয়ার মমিনুল হক, শরীফ হেসেন, মো. আলমগীর প্রমুখ নেতার গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেন রিজভী আহমেদ। তিনি বলেন, ‘যখন ইচ্ছা হচ্ছে বাসা থেকে, রাস্তা থেকে, হাটবাজার থেকে, দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের তুলে নিয়ে গিয়ে প্রথমে অস্বীকার করার পর দরকষাকষি শুরু হয়। বলা হয়, বেশি টাকা দিলে হালকা মামলা দেওয়া হবে আর কম টাকা দিলে কঠিন মামলা দেওয়া হবে। আর অর্থ দিতে অক্ষম হলে শুরু হয় অমানবিক শারীরিক নির্যাতন। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র ও শাসনের নমুনা।’ ঢাকা মহানগরী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশের তল্লাশি অভিযানেরও নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আশরাফউদ্দিন বুকুল, আবেদ রাজা, তাইফুল ইসলাম টিপু, আবুল কালাম আজাদ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান