জঙ্গি ও দুর্নীতি অভিশাপের বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, দুই অভিশাপ থেকে দেশকে উদ্ধারের চেষ্টা করছেন। বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওরা পিছু হটে গেলেও এখনো আত্মসমর্পণ করেনি। গতকাল দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে উপজেলা সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা নতুন যুগের সূচনা করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এখন আর কোনো দুর্নীতিবাজ রেহাই পাবে না এমনকি ঘরকাটা ইঁদুররাও ছাড় পাবে না। তিনি বলেন, খালেদার সাজা, সহায়ক সরকার মীমাংসিত বিষয় এগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনার কোনো জায়গা নেই। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, দিনাজপুর জেলা সভাপতি লিয়াকত আলী, নীলফামারী জেলা সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবির আখতার প্রামাণিক, কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম বক্তব্য দেন। উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু।
বিএনপি অসিলা খুঁজছে নির্বাচন বানচালের: দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদার ভাগ্য নির্ধারণ করবে আদালত, সরকার নয়। বিএনপি অসিলা খুঁজছে নির্বাচন বানচালের জন্য। গতকাল বিকালে লালমনিরহাট জেলা জাসদ আয়োজিত হাতীবান্ধা ডাকবাংলো মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। হাতীবান্ধা উপজেলা জাসদ সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় রংপুর বিভাগের আটটি জেলার জাসদ নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের আশ্রয়দাতা ও আগুনসন্ত্রাসী। আমাদের সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবে। নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে দেশে অরাজকতা তৈরি হবে। গণতন্ত্র ব্যাহত হবে। কোনো নেতা-কর্মী যদি কারাগারে আটক থাকে দুর্নীতির দায়ে, তার জন্য নির্বাচন বন্ধ হতে পারে না। তিনি আরও বলেন, জাসদ একটি সংগ্রামী রাজনৈতিক দল, নীতির দল, মুক্তিযোদ্ধার দল। নীতির কারণে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছি। চক্রান্ত এখনো আছে। তাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে।