বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেছেন, ভোগ নয়, ত্যাগের মানসিকতা নিয়েই রাজনীতি করা উচিত। আমরা যখন তরুণ বয়সে রাজনীতি শুরু করি, তখন জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের বলেছিলেন—‘আমি কী পেলাম সেটা নয়, দেশকে কি দিতে পারলাম সেই ব্রত নিয়েই রাজনীতি করতে হবে।’ মনে রাখতে হবে—জাতির জনকের আদর্শই দেশের মানুষের কল্যাণ করা। সে আদর্শ যার ধ্যান জ্ঞান সেই জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সে কারণে ঐক্যের বিকল্প নেই। গত বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে একথা বলেন তিনি। অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু বলেন, দেশের জনগণ সিদ্ধান্ত নিতে কখনই ভুল করে না। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। তিনি বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে উন্নয়ন ও গণতন্ত্র সুসংগঠিত রাখতে হলে সরকারে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, এটা আজ দেশবাসীর কাছে পরিষ্কার। বিএনপির সংলাপ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠনের দাবি প্রসঙ্গে এ প্রবীণ জননেতা বলেন, বিএনপি নিজেই সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে। বিগত সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে বিএনপি নেত্রীকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সে দাওয়াত প্রত্যাখ্যান করে উল্টো প্রধানমন্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর বিএনপি নেত্রীর ছোট ছেলে মারা গেলে সেদিন এক মা আরেক সন্তানহারা মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন গুলশানে। কিন্তু শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হয়নি সেদিন। প্রধানমন্ত্রীর মুখের ওপর দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল। কার্যত সেদিনই সংলাপের দরজা তারা বন্ধ করে দিয়েছেন। আর নির্বাচনের সময় কেন প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে? সংবিধানে যা আছে, সেই প্রক্রিয়াতেই নির্বাচন হবে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতেও তাই হয়। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি এতদিন তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকারের দাবি করে আসছিল। এখন তা থেকে সরে এসেছে। আশা করি জননেত্রী শেখ হাসিনার অধীনেই তারা নির্বাচনে অংশ নেবে। একাদশ সংসদ নির্বাচনে কেমন প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত জানতে চাওয়া হয় দলের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক এই নেতার কাছে। জবাবে তিনি বলেন, সবার এসিআরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা আছে। নির্বাচনে জিতে আসার জন্য যেখানে যাকে প্রয়োজন সেখানে তাকেই মনোনয়ন দেবেন তিনি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের বিজয়ের বিকল্প নেই। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে হলে উইনেবল প্রার্থী মনোনয়ন দিতে হবে। এতে নবীন-প্রবীণ, দল ও নেত্রীর প্রতি কমিটেড এবং পরীক্ষিত তাদেরই মূল্যায়ন করতে হবে।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
ভোগ নয়, ত্যাগের মানসিকতা নিয়েই রাজনীতি করা উচিত
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর