শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অর্থমন্ত্রী ভুল করেছেন

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী ভুল করেছেন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যেভাবে একাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ বলে দিয়েছেন, তা ‘ঠিক হয়নি’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ভোটের তারিখ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো ধরনের আলোচনার কথাও অস্বীকার করেছেন নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত এই সাংবিধানিক সংস্থার প্রধান। গতকাল ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব        সাউথ এশিয়া (ফেমবোসা) সম্মেলন  শেষে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন সিইসি। সিইসি নূরুল হুদা বলেন, উনি (অর্থমন্ত্রী) তারিখ ঠিক করে দিয়েছেন, এটা উনার ভুল হয়েছে। উচিত হয়নি, ঠিক করেননি। সিইসি বলেন, অর্থমন্ত্রী ভুল করেছেন। আমাদের সঙ্গে এ নিয়ে  কোনো আলোচনা হয়নি। উনার এ কথা বলা উচিত হয়নি।  অপর এক প্রশ্নে সিইসি বলেন, আমাদের দেশে আমরা কীভাবে নির্বাচন করব অন্যরা ঠিক করে দেবেন না। আমরাই ঠিক করব। যার যার দেশের পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে কীভাবে নির্বাচন করবে। আমরা আমাদের মতো  চেষ্টা করব। যাতে ফ্রি ফেয়ার নির্বাচন হয়। আমাদের  লোকবল ও সক্ষমতা দিয়ে আমরা কাজ করব। সিইসি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। সংবিধান অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নূরুল হুদার কমিশনের সামনে। আর কমিশন যে ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোটের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নিচ্ছে, সে কথাও বলেছিলেন ইসি সচিব  হেলালুদ্দীন আহমদ। এ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার এখতিয়ার নির্বাচন কমিশনের হলেও সম্ভাব্য একটি তারিখ বুধবার আগেই বলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জেনেছি তারা প্রস্তাব দিচ্ছে ২৭ ডিসেম্বর নির্বাচন করার জন্য। ডিসেম্বরের খুব বেশি ডেট  নেই। আমার মনে হয় দুই তিনটা ডেট ছাড়া পাওয়া যায় না। ২৭ এ নির্বাচন হওয়ার চান্স খুব বেশি। এখনো নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেনি, ঘোষণা করলে সুনির্দিষ্ট দিন পাওয়া যাবে।

ফেমবোসা’র নতুন চেয়ারম্যান কে এম নূরুল হুদা : দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেমবোসা)’র নবম সম্মেলন গতকাল শেষ হয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও  ফেমবোসার বিদায়ী চেয়ারম্যান ড. গোলাজান এ. বাদী সাইদ অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর