শিরোনাম
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাংবাদিক নেতারা যা বললেন

এটা সুষ্ঠু ও মুক্ত সমাজের পরিপন্থী

----- মাহফুজ আনাম

নিজস্ব প্রতিবেদক

এটা সুষ্ঠু ও মুক্ত সমাজের পরিপন্থী

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-কে তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘একটা সুষ্ঠু ও মুক্ত সমাজের পরিপন্থী একটা আইন পাস হলো। এতে আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। সরকার যে ভাবছে কালো আইন হবে না, একটা আইন করে লাভবান হবে, আমি মনে করি না। আমরা সাংবাদিকরা তো লাভবান হবই না, সাধারণভাবে গণতান্ত্রিক পরিবেশ কলুষিত হবে, গণতান্ত্রিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বলেন, ‘সাংবাদিকতা পুলিশের নিয়ন্ত্রণে আসছে এবং সেই পুলিশকে ধারা ৪৩-এ এই অধিকারও দেওয়া হচ্ছে যে পরোয়ানা ব্যতীত তল্লাশি, জব্দ ও গ্রেফতার করা যাবে। তাহলে একদিকে একটা অফিশিয়াল সিক্রেসি আইন আছে, অন্যদিকে আপনি পুলিশকে নিয়ন্ত্রণ দিচ্ছেন এবং অধিকার দিচ্ছেন পরোয়ানা ব্যতিরেকে গ্রেফতার করার। তাহলে আমি একজন সাংবাদিক, আমার কী প্রোটেকশন?’

সর্বশেষ খবর