রাজধানীর শাহবাগ থানায় করা আসামি ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেলকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই আবদুল করিম শাহবাগ থানায় দায়ের করা গত জানুয়ারি মাসের ওই মামলায় হাবিব-উন নবী খান সোহেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির এবং ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। সোহেলের আইনজীবী মো. নুরুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, শুধু সক্রিয়ভাবে জাতীয়তাবাদী রাজনীতি ও গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক প্রতিহিংসাবশত বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেলকে এ মামলায় জড়ানো হয়েছে। জাতীয় নির্বাচনের আগে তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকারের একটি মহল এ কাজ করেছে। কারণ, মামলা হয়েছে ১২৯ দিন আগে। এত দিনেও তাকে কেন গ্রেফতার করা হলো না? তিনি তো প্রকাশ্যেই ছিলেন। এখন গ্রেফতার করার পেছনে অন্য উদ্দেশ্য আছে। মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার আদালতে হাজিরার দিনে জাতীয় প্রেস ক্লাবের কাছে বিক্ষোভরত বিএনপি কর্মীদের কয়েকজনকে পুলিশ আটক করলে তাদের ছিনিয়ে নেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল ওই হামলার মদদদাতা ছিলেন। সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি সোহেলকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। এ কারণে রাজধানীর শান্তিনগরে তার বাড়িতে একাধিকবার তল্লাশিও চালানো হয়েছিল। তবে এর মধ্যেও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন সোহেল। গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায়ও তাকে দেখা গিয়েছিল।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
আসামি ছিনতাই মামলা রিমান্ডে সোহেল
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর