সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে

------- রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে

রাজনীতিতে নতুন ‘মেরুকরণ’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন মেরুকরণ হচ্ছে। আরও দেড় মাসে নতুন নতুন প্রক্রিয়ার সৃষ্টি হবে। তবে আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। কেউ যেন নির্বাচনের বাইরে না থাকে। এতে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং কলুষিত হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি মহাসচিব বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি প্লাটফর্মের সৃষ্টি হয়েছে। নির্বাচন আসলে এমন  জোট বা ঐক্য প্রক্রিয়ার সৃষ্টি হয়। এর আগেও হয়েছে। ভবিষ্যতেও হবে। এতে নির্বাচনের জন্য একটি আস্থারও সৃষ্টি হয়। বিভিন্ন দল-মতের ভিন্নতা থাকলেও এ ধরনের জোট হয়। এটাকে আমরাও সাধুবাদ জানাই। এর আগেও জোট-মহাজোট ও ১৪ দল হয়েছে। হাওলাদার বলেন, রাজনীতিতে একটি নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। এটা সব সময়ই থাকুক। এভাবে এগুতে থাকলে সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক জাতীয় নির্বাচন হবে। আমাদেরও সম্মিলিত জাতীয় জোট রয়েছে।

 নির্বাচনের আরও কিছুদিন বাকি আছে। এখন আরও জোট হতে পারে। জাতীয় পার্টির এই নেতা বলেন, সবাই যার যার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সামনে রেখে আরও দুই একটি জাতীয় ঐক্য প্রক্রিয়া হতে পারে। আমাদের ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রার্থী যাচাই-বাছাই করা হয়েছে। যদি বিএনপি জোট নির্বাচনে যায়, সেখানে আমাদের তো মহাজোট আছেই। তবে এখনই সব বলা যাবে না। অনেক কিছুই হতে পারে। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। নির্বাচনটা গ্রহণযোগ্য হোক এটাও আমরা চাই। যদি কেউ না আসে তাহলে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, কলুষিত করে। জাতীয় নির্বাচনের জন্য জাতীয় ঐক্য দরকার।

সর্বশেষ খবর