একাদশ সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি আসনেই সমন্বয়কের দায়িত্ব পালন করার জন্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাতে ফেনীতে আলাউদ্দিন নাসিমের বাসায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী এমপি, শিরিন আখতার এমপি, শাহনাজ বেগম সুরমা এমপি। খবর ফেনী প্রতিনিধির। ওবায়দুল কাদের বলেন, ফেনীর তিনটি আসনের মধ্যে দুটি আসনই মহাজোটের শরিকদের দেওয়া হয়েছে। আলাউদ্দিন নাসিমকে অনুরোধ করেছি তিনটি আসনই সমন্বয় করার জন্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফেনী জেলার রাজনীতি আগে একটা ধারায় ছিল, এখন নব জাগরণের সৃৃষ্টি হয়েছে। এর মূল কারণ আলাউদ্দিন নাসিম। নাসিমকে আমাদের নেত্রী খুব পছন্দ করেন। বঙ্গবন্ধু পরিবারের কাছে নাসিম খুব আপনজন। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে তিনি মূল দায়িত্ব পালন করেছেন। নেত্রীর প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি : নোয়াখালী প্রতিনিধি জানান, গতকাল দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট জনগণের সাড়া না পেয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক করছে। বৈঠকের মাধ্যমে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠক করেছেন। মন্ত্রী বলেন, নির্বাচন বাংলাদেশে, ভোট দেবে এ দেশের জনগণ, এতে পাকিস্তানের কী করার আছে? বিএনপি যদি মনে করে ২০১৪ সালের পুনরাবৃত্তি ঘটাবে—তাহলে সে চিন্তা হবে অবান্তর। কারণ দেশের জনগণ সর্ব শক্তি দিয়ে তাদের প্রতিহত করবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে যথাসময়ে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম সম্পাদক একে এম শামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ, এমপিপুত্র সাবাব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        