সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান পার্লামেন্ট সামলালেন হিন্দু নারী

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান পার্লামেন্ট সামলালেন হিন্দু নারী

পাকিস্তানের পার্লামেন্ট ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে ভিন্নভাবে। দিবসটিতে পার্লামেন্টের আপার হাউস পরিচালনার দায়িত্ব দেওয়া হয় একজন হিন্দু নারীকে। তার নাম কৃষ্ণা কুমারী কোহালি। তিনি পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিনেটর। দায়িত্ব পেয়ে কৃষ্ণা এদিন পার্লামেন্টকে একাই সামাল দিয়েছেন। সূত্র : ডন। ৪০ বছর বয়সী কৃষ্ণা ২০১৮-র মার্চ মাসে সিনেটর হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি অধিকাংশ সময় কাজ করেছেন চুক্তিবদ্ধ শ্রমিকদের অধিকার নিয়ে। সিন্ধের নগরপকর এলাকার ধানাগাম গ্রামের বাসিন্দা কৃষ্ণা এলাকার  কোহালি সম্প্রদায় থেকে উঠে এসে এদিন পাকিস্তানের পার্লামেন্টের চালকের আসনে বসেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, পাকিস্তান পার্লামেন্ট পরিচালনার সুযোগ পেলেও কৃষ্ণার ছোটবেলা কেটেছে প্রচুর বাধাবিপত্তির মধ্যে। কুর্নিতে বসবাস করার সময় তার পরিবার বাড়ির মালিকের হাতে বন্দি ছিলেন প্রায় তিন বছর। সেই সময় কৃষ্ণা ছিলেন তৃতীয়  শ্রেণির ছাত্রী। নবম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় তার। সে সময় কৃষ্ণা ছিলেন নবম শ্রেণির ছাত্রী। যদিও এই বিয়ে বা বন্দি দশা দমিয়ে রাখতে পারেনি কৃষ্ণাকে। বিয়ের কয়েক বছর পরেই তিনি  ফের পড়াশোনা শুরু করেন। ২০১৩ তে সিন্ধ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিদ্যায় স্নাতকোত্তর করেন। তারপর পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দিয়ে সমাজকর্মী হিসেবে কাজ শুরু করেন। সেখান  থেকে পাকিস্তানের পার্লামেন্ট পরিচালনার ভার  পেয়ে পাকিস্তানে সংখ্যালঘু অধিকারের মাইলস্টোন ছুলেন এই কৃষ্ণা।

সর্বশেষ খবর