শিরোনাম
বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভালোবাসায় কাজ না হলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

ভালোবাসায় কাজ না হলে কঠোর ব্যবস্থা

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বেদখল হওয়া খালসহ বিভিন্ন জলাধার পুনরুদ্ধারে দায়ীদের প্রথমে ভালোবেসে আহ্বান জানানো হবে। আর তাতে কাজ না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ডিএনসিসি এলাকার বিভিন্ন খাল পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। গত ১০ মার্চ দায়িত্ব গ্রহণের পর মেয়র হিসেবে মাঠ পর্যায়ে প্রথম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, আজ আমাদের এলাকার উত্তরার শায়েস্তা খান এভিনিউ, আশকোনা সড়ক, বনানীর মেট্রোরেল প্রকল্প এবং বাড্ডার সুতি খাল পরিদর্শন করি আমি। পরিদর্শনে দেখেছি খাল দখলের কারণে মানুষের কী দুর্বিষহ ভোগান্তি হচ্ছে। খালসহ যত ধরনের জলাধার-জলাশয় আমাদের আছে সেগুলো দখল বা ভরাটের জন্য যারাই দায়ী আমি তাদের ভালোবেসে আন্তরিকভাবে প্রথমে বলব, তারা যেন দখল ছেড়ে দেন। যদি তাতে কাজ না হয় তাহলে আমার কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ এখানে বসেই দিয়েছি।

সর্বশেষ খবর