সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভোট থেকে মানুষ কিছু পাওয়ার আশা করে না

ড. তোফায়েল আহমেদ

ভোট থেকে মানুষ কিছু পাওয়ার আশা করে না

নির্বাচন বিশ্লেষক ড. তোফায়েল আহমেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ভোটার উপস্থিতি লক্ষণীয়ভাবে কম। মানুষ এখন ভোট থেকে কিছু আর পাওয়ার আশা করে না। তারপরও না হয় মানুষ যেত। কিন্তু এখন তো হারানোর আশঙ্কা আছে। মানুষ যা আছে তা হারাতে চায় না। সেজন্যই মানুষ আর ভোট কেন্দ্রে যেতে আগ্রহ বোধ করে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, ভোটের প্রতি মানুষ আর কোনো উৎসাহ বোধ করছে না। আজ চট্টগ্রামে বেশ কয়েকটি উপজেলায় নির্বাচন। অথচ মানুষ সে খবরই রাখে না। কারণ উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ভাইস চেয়ারম্যান কে হবেন তা নিয়ে কারও মাথাব্যথা নেই। এটা রাজনীতির বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ফল। এতদিন শুনতাম বিরাজনীতিকরণ সামরিক সরকার করে কিন্তু এখন দেখছি রাজনৈতিক দলও করে। রাজনীতির সঙ্গে নির্বাচনের ঘনিষ্ঠতা ব্যাপক। রাজনীতি না থাকলে নির্বাচনে মানুষের আগ্রহ থাকবে না।

সর্বশেষ খবর