রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

তাসকিনকে নিয়ে সিদ্ধান্ত হয়নি

ক্রীড়া প্রতিবেদক

তাসকিনকে নিয়ে সিদ্ধান্ত হয়নি

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার ছিলেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এবারের বিশ্বকাপেও টাইগারদের অন্যতম ভরসার নাম ছিল ডানহাতি ফাস্ট বোলার। কিন্তু ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হতে না পারায় জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। ক্রিকেট মহাযজ্ঞে সুযোগ না পেলেও এখন তিনি আয়ারল্যান্ড অবস্থান করছেন। সেখানে খেলছেন তিন জাতির টুর্নামেন্ট। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডও এখন আয়ারল্যান্ডে। এরমধ্যে গতকাল দিনভর গুঞ্জন ছিল, ডান হাতি সুইং বোলার আবু জায়েদ রাহীকে বাদ দিয়ে তাসকিনকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়েছে। অনেকটা বাধ্য হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছেন, রাহীকে বাদ দিয়ে তাসকিনকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য ২৩ মে পর্যন্ত খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে স্কোয়াডে। গত বিশ্বকাপে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। ইংল্যান্ডের হার্ড ও বাউন্সি উইকেটে ভালো করবেন, তাই বিবেচনায় রেখেছিল বিসিবি।

আয়ারল্যান্ডের তিন জাতির টুর্নামেন্টে তাকে দলভুক্ত করে। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রীতিম্যাচটি ছাড়া এখনো মাঠে নামেননি তাসকিন। কিন্তু বাতাসে ভেসে বেড়িয়েছে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার বিষয়টি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অস্বীকার করেছেন বিষয়টি, ‘রাহীকে বাদ দিয়ে তাসকিনকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।’ রাহীকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের কন্ডিশনের বিবেচনায়।  বাংলাদেশের বিশ্বকাপ শুরু ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। যদিও বিশ্বকাপ ক্রিকেট শুরু ৩০ মে।

সর্বশেষ খবর