বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

আজ মাইলফলকের সামনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

আজ মাইলফলকের সামনে সাকিব

ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগেই দুই ফাইনালিস্ট নির্ধারিত হওয়ায় আজকের ম্যাচের গুরুত্ব অনেকটাই কমে গেছে। তবে একটি অনন্য মাইলফলক স্পর্শ করতে পারেন সাকিব আল হাসান। আর মাত্র একটি উইকেট পেলেই ওয়ানডের ইতিহাসে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ২৫০ উইকেট ও ৫ হাজারের অধিক রান করার অনন্য গৌরব অর্জন করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে রেকর্ড গড়েছেন মাত্র চার অলরাউন্ডার। শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও আব্দুর রাজ্জাকের। এই রেকর্ড গড়তে জয়সুরিয়ার লেগেছিল ৩০৪ ম্যাচ, আফ্রিদির লেগেছিল ২৭৩ ম্যাচ, ক্যালিসের লেগেছিল ২৯৬ ম্যাচ এবং আব্দুর রাজ্জাক খেলেছিলেন ২৩৪ ম্যাচ। আজ নিজের ১৯৮তম ম্যাচ খেলতে নামছেন সাকিব।

সর্বশেষ খবর