শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

বিএনপি নেতারা নেতৃত্ব দেন নয়তো নেতৃত্ব গ্রহণ করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতারা নেতৃত্ব দেন নয়তো নেতৃত্ব গ্রহণ করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে আমাদের নির্দেশ নেওয়া সম্ভব নয়। তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়। সুতরাং দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরই সেই দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি আয়োজিত ‘মধ্যবর্তী নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি গোলাম মাওলা রনি, জামায়াত নেতা মিয়া গোলাম পারোয়ার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও নিলুফার চৌধুরী মনি প্রমুখ। এলডিপি সভাপতি আরও বলেন, বিএনপি সংসদে গিয়েছে, এটাই হলো বাস্তবতা। বিএনপি এই সরকারকে বৈধতা দিয়েছে, এটাই হলো বাস্তবতা। তিনি বলেন, যার গ্রহণযোগ্যতা রয়েছে জাতির কাছে যিনি জাতির সঙ্গে বেইমানি করেন নাই, যার অভিজ্ঞতা রয়েছে, যে কারও সঙ্গে আপস করবেন না, দুর্নীতির কাছে মাথা নত করবেন না- এমন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি  নেই।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে আমাদেরই এক নেতা কীভাবে বললেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে?’ কীভাবে বললেন, ‘সংসদে অংশগ্রহণ না করা আমাদের ভুল ছিল? এগুলো আমাদেরকে আগে না বলে মাইকে কেন বললেন? আগে আমাদেরকে বলবেন, পরে মাইকে বলবেন।

সর্বশেষ খবর