অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সুখবর শুনেই বিশ্বকাপ যাত্রা করেছিলেন সাকিব আল হাসান। সুখবর যে মানুষকে কতোটা এগিয়ে দিতে পারে তার প্রমাণ দিলেন তিনি। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরিতে রানের বন্যা ছোটালেন। বল হাতে ঘায়েল করলেন একের পর এক প্রতিপক্ষকে। সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন, টুর্নামেন্ট সেরার প্রশ্নে তার প্রতিদ্বন্দ্বী খুঁজে পেতেই মুশকিলে পড়বে আইসিসি। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি ছিল কেবল মাহমুদুল্লাহর। এবার সাকিব আল হাসান সেই রেকর্ডে ভাগ বসালেন। দুই সেঞ্চুরিতে (১২৪ ও ১২১) সাকিবের সংগ্রহ ৩৮৪। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বল হাতেও শিকার করেছেন ৫টি উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার জন্য সাকিব আল হাসানই এখন সবচেয়ে উপযুক্ত পাত্র। বিশ্বকাপের সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় ৫৬১.২ পয়েন্ট নিয়ে সাকিব সবার ওপরে। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ (৪৯৯.২ পয়েন্ট)। বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য আরও একটা দারুণ কীর্তি গড়েছেন। ওয়ানডেতে ৬ হাজার রান ও ২৫০ উইকেটের ডাবল অর্জনে সবাইকে পেছনে ফেলেছেন তিনি। এই মাইলফলকে পৌঁছতে সাকিবের প্রয়োজন পড়েছে কেবল ২০২ ম্যাচের। এই তালিকায় আছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। শহীদ আফ্রিদির এই মাইলফলকে পৌঁছতে লেগেছিল ২৯৪ ম্যাচ। জ্যাক ক্যালিস ২৯৬ এবং জয়সুরিয়া ৩০৪ ম্যাচ খেলেছিলেন এই মাইলফলকে যেতে। সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে ইতিহাসের অন্যতম সেরা হয়ে গেলেন ৩২ বছরেই।
শিরোনাম
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
সবার ওপরে সাকিব
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর