অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সুখবর শুনেই বিশ্বকাপ যাত্রা করেছিলেন সাকিব আল হাসান। সুখবর যে মানুষকে কতোটা এগিয়ে দিতে পারে তার প্রমাণ দিলেন তিনি। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরিতে রানের বন্যা ছোটালেন। বল হাতে ঘায়েল করলেন একের পর এক প্রতিপক্ষকে। সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন, টুর্নামেন্ট সেরার প্রশ্নে তার প্রতিদ্বন্দ্বী খুঁজে পেতেই মুশকিলে পড়বে আইসিসি। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি ছিল কেবল মাহমুদুল্লাহর। এবার সাকিব আল হাসান সেই রেকর্ডে ভাগ বসালেন। দুই সেঞ্চুরিতে (১২৪ ও ১২১) সাকিবের সংগ্রহ ৩৮৪। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বল হাতেও শিকার করেছেন ৫টি উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার জন্য সাকিব আল হাসানই এখন সবচেয়ে উপযুক্ত পাত্র। বিশ্বকাপের সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় ৫৬১.২ পয়েন্ট নিয়ে সাকিব সবার ওপরে। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ (৪৯৯.২ পয়েন্ট)। বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য আরও একটা দারুণ কীর্তি গড়েছেন। ওয়ানডেতে ৬ হাজার রান ও ২৫০ উইকেটের ডাবল অর্জনে সবাইকে পেছনে ফেলেছেন তিনি। এই মাইলফলকে পৌঁছতে সাকিবের প্রয়োজন পড়েছে কেবল ২০২ ম্যাচের। এই তালিকায় আছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। শহীদ আফ্রিদির এই মাইলফলকে পৌঁছতে লেগেছিল ২৯৪ ম্যাচ। জ্যাক ক্যালিস ২৯৬ এবং জয়সুরিয়া ৩০৪ ম্যাচ খেলেছিলেন এই মাইলফলকে যেতে। সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে ইতিহাসের অন্যতম সেরা হয়ে গেলেন ৩২ বছরেই।
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
সবার ওপরে সাকিব
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর