শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ড চান বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ড চান বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে আমৃত্যু কারাদ- করার দাবি জানিয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত নারী ও শিশু নির্যাতন আইনের প্রয়োগের দাবিতে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। বি চৌধুরী বলেন, ১২ বছরের নিচের শিশুকে যারা ধর্ষণ করে তারা মানুষ হতে পারে না। ধর্ষণকারীর শাস্তি যাবজ্জীবন কেটে আমৃত্যু কারাদ  করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে। এই লজ্জা আমাদের মাথা হেঁট করে দিয়েছে। আমাদের মেয়েরা স্কুলে, বাড়িতে, বিশ্ববিদ্যালয়ে এমনকি মাদ্রাসায়ও নিরাপদ নয়। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি একজন মহিলা এবং একজন মা। সেই হিসেবে সারা দেশের সঙ্গে আমরা কণ্ঠ মিলিয়ে বলছি, আমাদের দাবি মানতে হবে। আজকে যে ধর্ষণের সংখ্যা বেড়েছে তা জাতির জন্য বড় লজ্জার। ধর্ষণের শাস্তির জন্য আইন আছে কিন্তু সেই আইনের প্রয়োগ দেখতে পাই না। তিনি বলেন, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা ধর্ষণ করে তাদের কোনো সরকারি-বেসরকারি শিক্ষালয়ে যেন চাকরি না হয় সে বিধান করতে হবে। বাংলাদেশের জনগণ চায় নিরাপদ শিক্ষালয়। আজকের শিক্ষালয় নিরাপদ নয়। আমরা ধর্ষিতার ছবি দেখতে চাই না, ধর্ষকের ছবি বড় বড় করে ছাপাতে হবে। একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সর্বশেষ খবর