মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দুদক পরিচালক বাছির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দুদক পরিচালক বাছির গ্রেফতার

ঘুষ কেলেঙ্কারি মামলায় ডিআইজি মিজানুর রহমানের পর দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরও গ্রেফতার হলেন। শেখ মো. ফানাফিল্যার  নেতৃত্বাধীন দুদকের এ-সংক্রান্ত তদন্ত দল গত রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এনামুল বাছিরকে রমনা থানায় নেওয়া হয়েছে। এ মামলায় একদিন আগেই ডিআইজি মিজানকে গ্রেফতার  দেখায় দুদক। তিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকে কারাগারে রয়েছেন।

গত বছর নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় ডিআইজি মিজানুর রহমানকে। এরপর তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রকাশ হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তদন্তের দায়িত্বে ছিলেন খন্দকার এনামুল বাছির। তবে তদন্ত চলাকালেই প্রাপ্ত তথ্য অভিযুক্তের কাছে চালান করে দিয়ে আপস-রফার মাধ্যমে দুই দফায় ৪০ লাখ টাকা ঘুষ নেন তিনি। ডিআইজি মিজান নিজেই এমন অভিযোগ করেছেন খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে।

সর্বশেষ খবর