বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কর্মচারীরা বন্ধ করে দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুঁলিয়ে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আন্দোলনের ২৯তম দিনে গতকাল সাড়ে ৮টা থেকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা। কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনের ২৮তম দিন গত রবিবার আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। কিন্তু কোনো ধরনের সমাধান ছাড়াই বৈঠক শেষ হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্মচারী সমন্বয় পরিষদ। কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, ‘উপাচার্য আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘কর্মচারীরাও বিশ্ববিদ্যালয়ের একটি পার্ট। তাদের কোনো দাবি-দাওয়া থাকলে তা অবশ্যই শুনতে হবে। একটি আন্দোলন এতদিন থেকে চলছে অথচ প্রশাসন তা সমাধান করতে পারছে না। এটি অবশ্যই প্রশসনের ব্যর্থতা। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। শিক্ষকরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা নিতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, ‘তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে তবে কিছু সময়ের প্রয়োজন।

সর্বশেষ খবর