রুয়েট শিক্ষকের স্ত্রীকে যৌনহয়রানির প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, রুয়েট ছাত্রীকে অটোরিকশায় তুলে লাঞ্ছিত করা, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন-সাম্প্রতিক সময়ের এমন সব ঘটনায় উদ্বেগ রাজশাহীজুড়ে। নগরীতে গত এক মাসে ছোট-বড় মিলিয়ে শতাধিক এমন ঘটনা ঘটেছে। বেড়েছে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা-। যার অধিকাংশ ঘটনার সঙ্গে জড়িত কিশোররা। নগর পুলিশের কাছে কিশোর অপরাধীদের তালিকা দিয়ে উদ্বেগ জানিয়েছেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘একটি গ্রুপ রাজশাহীতে লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই গ্রুপটি রাজশাহীকে বরগুনার চেয়ে খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে। বলা যায়, বরগুনা হতে চলেছে রাজশাহী।’ ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী শান্তির নগরী। এই শহরে বখাটেদের দৌরাত্ম্য বাড়তে দেওয়া হবে না। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, কারা নেপথ্য থেকে মদদ দিচ্ছে, সবই পুলিশের জানা। হত্যামামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এনিয়ে উদ্বিগ্ন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, কিশোর অপরাধীদের একটি তালিকা তিনি পুলিশ কমিশনারকে দিয়েছেন। আগামীতেও আরেকটি তালিকা দেবেন। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা না নিলে নগরবাসীকে সঙ্গে নিয়ে এসব ঘটনার প্রতিবাদে মাঠে নামবেন। তিনি বলেন, রাজশাহীর সুনাম অক্ষুণœ রাখতে হলে সব বড় সড়কগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটবে, কিন্তু অপরাধীরা আইনের আওতায় আসবে না। রাজশাহীর সুনাম নষ্ট হবে। বিভিন্ন জেলা থেকে কেউ এলে অনিরাপদ মনে করবে। এটি হতে দেওয়া যায় না।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’