রুয়েট শিক্ষকের স্ত্রীকে যৌনহয়রানির প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, রুয়েট ছাত্রীকে অটোরিকশায় তুলে লাঞ্ছিত করা, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন-সাম্প্রতিক সময়ের এমন সব ঘটনায় উদ্বেগ রাজশাহীজুড়ে। নগরীতে গত এক মাসে ছোট-বড় মিলিয়ে শতাধিক এমন ঘটনা ঘটেছে। বেড়েছে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা-। যার অধিকাংশ ঘটনার সঙ্গে জড়িত কিশোররা। নগর পুলিশের কাছে কিশোর অপরাধীদের তালিকা দিয়ে উদ্বেগ জানিয়েছেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘একটি গ্রুপ রাজশাহীতে লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই গ্রুপটি রাজশাহীকে বরগুনার চেয়ে খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে। বলা যায়, বরগুনা হতে চলেছে রাজশাহী।’ ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী শান্তির নগরী। এই শহরে বখাটেদের দৌরাত্ম্য বাড়তে দেওয়া হবে না। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, কারা নেপথ্য থেকে মদদ দিচ্ছে, সবই পুলিশের জানা। হত্যামামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এনিয়ে উদ্বিগ্ন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, কিশোর অপরাধীদের একটি তালিকা তিনি পুলিশ কমিশনারকে দিয়েছেন। আগামীতেও আরেকটি তালিকা দেবেন। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা না নিলে নগরবাসীকে সঙ্গে নিয়ে এসব ঘটনার প্রতিবাদে মাঠে নামবেন। তিনি বলেন, রাজশাহীর সুনাম অক্ষুণœ রাখতে হলে সব বড় সড়কগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটবে, কিন্তু অপরাধীরা আইনের আওতায় আসবে না। রাজশাহীর সুনাম নষ্ট হবে। বিভিন্ন জেলা থেকে কেউ এলে অনিরাপদ মনে করবে। এটি হতে দেওয়া যায় না।
শিরোনাম
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
রাজশাহী এখন বরগুনা হতে চলেছে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর