রুয়েট শিক্ষকের স্ত্রীকে যৌনহয়রানির প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, রুয়েট ছাত্রীকে অটোরিকশায় তুলে লাঞ্ছিত করা, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন-সাম্প্রতিক সময়ের এমন সব ঘটনায় উদ্বেগ রাজশাহীজুড়ে। নগরীতে গত এক মাসে ছোট-বড় মিলিয়ে শতাধিক এমন ঘটনা ঘটেছে। বেড়েছে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা-। যার অধিকাংশ ঘটনার সঙ্গে জড়িত কিশোররা। নগর পুলিশের কাছে কিশোর অপরাধীদের তালিকা দিয়ে উদ্বেগ জানিয়েছেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘একটি গ্রুপ রাজশাহীতে লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই গ্রুপটি রাজশাহীকে বরগুনার চেয়ে খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে। বলা যায়, বরগুনা হতে চলেছে রাজশাহী।’ ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী শান্তির নগরী। এই শহরে বখাটেদের দৌরাত্ম্য বাড়তে দেওয়া হবে না। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, কারা নেপথ্য থেকে মদদ দিচ্ছে, সবই পুলিশের জানা। হত্যামামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এনিয়ে উদ্বিগ্ন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, কিশোর অপরাধীদের একটি তালিকা তিনি পুলিশ কমিশনারকে দিয়েছেন। আগামীতেও আরেকটি তালিকা দেবেন। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা না নিলে নগরবাসীকে সঙ্গে নিয়ে এসব ঘটনার প্রতিবাদে মাঠে নামবেন। তিনি বলেন, রাজশাহীর সুনাম অক্ষুণœ রাখতে হলে সব বড় সড়কগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটবে, কিন্তু অপরাধীরা আইনের আওতায় আসবে না। রাজশাহীর সুনাম নষ্ট হবে। বিভিন্ন জেলা থেকে কেউ এলে অনিরাপদ মনে করবে। এটি হতে দেওয়া যায় না।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
রাজশাহী এখন বরগুনা হতে চলেছে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর