রুয়েট শিক্ষকের স্ত্রীকে যৌনহয়রানির প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, রুয়েট ছাত্রীকে অটোরিকশায় তুলে লাঞ্ছিত করা, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন-সাম্প্রতিক সময়ের এমন সব ঘটনায় উদ্বেগ রাজশাহীজুড়ে। নগরীতে গত এক মাসে ছোট-বড় মিলিয়ে শতাধিক এমন ঘটনা ঘটেছে। বেড়েছে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা-। যার অধিকাংশ ঘটনার সঙ্গে জড়িত কিশোররা। নগর পুলিশের কাছে কিশোর অপরাধীদের তালিকা দিয়ে উদ্বেগ জানিয়েছেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘একটি গ্রুপ রাজশাহীতে লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই গ্রুপটি রাজশাহীকে বরগুনার চেয়ে খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে। বলা যায়, বরগুনা হতে চলেছে রাজশাহী।’ ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী শান্তির নগরী। এই শহরে বখাটেদের দৌরাত্ম্য বাড়তে দেওয়া হবে না। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, কারা নেপথ্য থেকে মদদ দিচ্ছে, সবই পুলিশের জানা। হত্যামামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এনিয়ে উদ্বিগ্ন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, কিশোর অপরাধীদের একটি তালিকা তিনি পুলিশ কমিশনারকে দিয়েছেন। আগামীতেও আরেকটি তালিকা দেবেন। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা না নিলে নগরবাসীকে সঙ্গে নিয়ে এসব ঘটনার প্রতিবাদে মাঠে নামবেন। তিনি বলেন, রাজশাহীর সুনাম অক্ষুণœ রাখতে হলে সব বড় সড়কগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটবে, কিন্তু অপরাধীরা আইনের আওতায় আসবে না। রাজশাহীর সুনাম নষ্ট হবে। বিভিন্ন জেলা থেকে কেউ এলে অনিরাপদ মনে করবে। এটি হতে দেওয়া যায় না।
শিরোনাম
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক