ভারতের সাবেক অর্থমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গ্রেফতার করার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই তাদের হেফাজতে নিয়েছে। এর আগে গত বুধবার রাতে তাকে জোড়াবাগের বাসভবন থেকে সিবিআই গ্রেফতার করে। খবরে বলা হয়েছে, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সাবেক অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের আগামী ২৬ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজত হলো। গতকাল সন্ধ্যা ৬টা৪০ মিনিট নাগাদ এ আদেশ দেন সিবিআইর বিশেষ আদালতের বিচারক অজয় কুমার কুহার। আদালত বলেছে, প্রতিদিন ৩০ মিনিট করে পরিবার এবং নিজস্ব আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন চিদাম্বরম।
সিবিআইর হয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, সাবেক মন্ত্রী তদন্তে অসহযোগিতা করছেন। সে কারণেই জেরার জন্য হেফাজতে নিতে চাইছেন তারা। চিদাম্বরমের হয়ে সওয়াল করেন চার আইনজীবী।