রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফিরিয়ে আনতে হবে ক্রীড়াপ্রেমী সংগঠক

-গোলাম সারোয়ার টিপু

ফিরিয়ে আনতে হবে ক্রীড়াপ্রেমী সংগঠক

‘ক্রীড়াঙ্গনে এখন ক্রীড়ামোদী মানুষ বিতারিত। যারা খেলাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাদেরকেই ফিরে আনতে হবে।’-ক্যাসিনো কেলেঙ্কারির পর ক্রীড়াঙ্গনে স্থবিরতা থেকে কাটিয়ে ওঠার উপায় হিসেবে এমন পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার, কোচ ও ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার টিপু। সত্যিকারের ক্রীড়া সংগঠকদের আর্থিক সামর্থ্য কম থাকতে পারে। তবে ক্রীড়াঙ্গনের এই সংকট মোকাবিলায় তাদের ফিরিয়ে আনার কোনো বিকল্প দেখছেন না তিনি। ফুটবল ক্লাবে ক্যাসিনো কান্ডে ক্ষুব্ধ গোলাম সারোয়ার, ‘আগে কি এই ক্যাসিনো ছাড়া চলেনি। এখন তো ক্রীড়া মানসিকতাই নষ্ট হয়ে গেছে। যদি ক্যাসিনো দিয়েই ক্লাব চালাতে হয় তাহলে আর স্পোর্টসের নাম ব্যবহার করার কী দরকার? সাইন বোর্ডে লিখে দিলেই হয়, আসেন জুয়া খেলেন এখানে। মদ খান। তাহলে আর খেলাধুলার কি দরকার?’ সাবেক এই ফুটবলারের দাবি, ‘আগে যারা সংগঠক ছিলেন তারা সত্যিকার অর্থেই খেলাকে ভালোবাসতেন। অথচ এখন ক্লাবের দায়িত্ব চলে গেছে মাস্তানদের হাতে। ভালো লোকদের বসার জায়গাও নেই ক্লাবে। মাস্তানদের দিয়ে কখনো ক্লাব চলতে পারে না। এই সমস্যা থেকে উত্তরণের উপায় ক্রীড়াপ্রেমী লোকজনকে নিয়ে আসতে হবে ক্লাবে।’ এক সময় মোহামেডানের হয়ে খেলেছেন গোলাম সারোয়ার। ঐতিহ্যবাহী এই ক্লাবে কোচের দায়িত্বও পালন করেছেন। পুরনো দিনের স্মৃতি চারণ করতে গিয়ে গোলাম সারোয়ার যেন কিছুটা বিমর্ষ হয়ে যান। তিনি বলেন, ‘আগে যেমন মোহামেডান ক্লাবে আড্ডা হতো। আর এখন ক্লাবে যেতেই মানুষ ভয় পায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর