রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জড়িতদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি

------ হারুনুর রশিদ

জড়িতদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি

দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা চলছে, এই বিষয়টা যেন চিন্তাতেই ছিল না ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদের। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমি ভাবতেই পারি না আমাদের দেশের সেরা ক্লাবগুলোতে এভাবে ক্যাসিনো চলত। এটা চিন্তাতেই ছিল না। এটা অন্যায়, এটা লজ্জার বিষয়।’ তবে ক্যাসিনো ও জুয়ার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পাশাপাশি এমন ঘটনার জন্য ঢালাওভাবে সব ক্লাবে দোষ দেওয়ার পক্ষে তিনি নন। হারুনুর রশিদ বলেন, ‘এই ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। এত দিন ক্লাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের অনেকেই ইতিমধ্যে ক্লাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে এই ঘটনার জন্য আবার সব ক্লাবকে ঢালাওভাবে দায়ী করা যাবে না। কিন্তু যারা জড়িতদের চিহ্নিত করে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে অন্য কেউ আর এমন ঘৃণিত কাজ করতে সাহস না পায়।’ তিনি আরও বলেন, ‘সরকার এ ব্যাপারে খুবই সতর্ক। যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এসব কাজ করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর