রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুটিকয় নেতা-কর্মীর দায় দল নেবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক

গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না বলে ঘোষণা দিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের বৃহৎ এ দলে এনেছেন, অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুধু ঢাকায় নয়, সারা দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ  হাসিনা যে অভিযান শুরু করেছেন তা চলমান থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড শুরু করেছেন। দিস ইজ এ ক্রুুসেড এগেনেস্ট করাপশন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততে হবে। অপকর্মের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে।  সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য শেখ হাসিনা মদ ও জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। বঙ্গবন্ধুর সময় রেসকোর্স থেকে জুয়া খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই আমলে একমাত্র হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশিদের জন্য মদ পাওয়া যেত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর পানের দোকানদারও মদ বিক্রি করত। জিয়া মদের লাইন্সেস জাতীয়করণ করেছিলেন। সে সময়ে হাউজি থেকে শুরু করে জুয়া খেলার সূত্রপাত্র। তাই তারা আগে থেকেই ডিফেনসিভে গিয়ে মদ-জুয়া বিরোধী অভিযানের সমালোচনা শুরু করেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, আজকে কিছু অনুপ্রবেশকারী দলে প্রবেশ করে আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল, কত দল এদেশে এসেছিল কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, যেভাবে জঙ্গি তৎপরতা নির্মূল করা হয়েছে, এবারও... ক্যাসিনো জুয়া এগুলো আমরা বন্ধ করব। বঙ্গবন্ধু একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তিনি তার লক্ষ্যে পৌঁছাবেন। জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি রাজনীতিবিদদের জন্য কঠিন করে দিয়ে যাব, তিনি কঠিনই করে দিয়ে গেছেন।  আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এইচ টি ইমাম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আবদুর রাজ্জাক, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শামসুন্নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওসার, আজমত উল্লাহ খান, গোলাম রব্বানী চিনু প্রমুখ।

সর্বশেষ খবর