বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দেশ নিয়ে সবাই উদ্বিগ্ন

নিজস্ব প্রতিবেদক

দেশ নিয়ে সবাই উদ্বিগ্ন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের অবস্থা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। দেশের মানুষও উদ্বিগ্ন। সম্প্রতি অনেক রকমের ভয়াবহ ঘটনা ঘটেছে। বিশেষ করে আবরার হত্যার ঘটনা। যেটা সবাই দেখেছে, কীভাবে এটা ঘটানো হলো। একজন মেধাবী নিরীহ ছেলেকে মেরে  ফেলা হয়েছে- এটা জঘন্য ব্যাপার। গতকাল বিকালে  ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ড. কামাল হোসেন সাংবাদিকদের এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, যেসব ঘটনা ঘটেছে তা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ঢাকায় আগামী ২২ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করব। ড. কামাল হোসেন বলেন, জনসভার অনুমতি না দেওয়া মানে সরকার সংবিধানকে লঙ্ঘন করছে। সংবিধানে লেখা আছে-  মৌলিক অধিকার আছে সভা-সমিতি করার, বক্তব্য রাখার। যদি এ ধরনের সংবিধান লঙ্ঘন করা শুরু করে আমি তো মনে করি,  দেশের মানুষের তাদের (সরকার) বের করে দেওয়া উচিত। গত ১৩ অক্টোবর ফ্রন্টের ঢাকায় নাগরিক শোক র‌্যালি পুলিশ করতে দেয়নি। সেক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার অনুমতি আপনারা পাবেন কিনা প্রশ্ন করা হলে ড. কামাল বলেন, আমাদের তো করে যেতেই হবে। পারমিশন দেবে না কেন? দেখা যাক। অনুমতি না পেলে কী করবেন পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর