শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আপস করেননি বঙ্গবন্ধু

সাংস্কৃতিক প্রতিবেদক

আপস করেননি বঙ্গবন্ধু

ঢাকায় শশী থারুর

ভারতীয় লেখক ও রাজনীতিবিদ শশী থারুর বলেছেন, বঙ্গবন্ধু কখনো কারও সঙ্গে আপস করেননি।   বাংলা   ও বাংলাদেশকে ভালোবেসেছেন সব সময়। একই সঙ্গে তিনি নেতা হিসেবে সবাইকে উৎসাহিত করতে পারতেন। ঢাকায় লিট ফেস্টের দ্বিতীয় দিনে গতকাল বাংলা একাডেমিতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ মুজিব : আইকন অব পোস্টকলোনিয়াল লিবারেশন’ শীর্ষক সেশনের আলোচনায় বক্তৃতায় তিনি এ কথা বলেন। শশী থারুর আরও বলেন, এক সময় যখন উর্দু নিয়ে চারদিকে মাতামাতি, তখন একদিন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সঙ্গে এক বৈঠকে অংশ নেন। এ সময় ইন্দিরা গান্ধী ইংরেজিতে বক্তব্য দেন। কিন্তু বঙ্গবন্ধু দাঁড়িয়ে বলেন, অন্য কোনো ভাষা নয়, শুধু বাংলা, বাংলা আর বাংলা। এতটাই তিনি বাংলাকে ভালোবেসেছিলেন। আলোচনায় আরও অংশ নেন গবেষক ও অধ্যাপক আফসান চৌধুরী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির  প্রধান সমন্বয়ক ড. কামাল চৌধুরী।  আফসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নিজে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন। এজন্য তিনি সাধারণ মধ্যবিত্তদের বিষয়গুলো ভালোভাবে বুঝতেন। একই সঙ্গে কোন বিষয়কে কীভাবে উপস্থাপন করতে হবে, তা তিনি খুব ভালোভাবে বুঝতেন, যা অন্য অনেক নেতা সেভাবে বুঝতেন না। এই জায়গা থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের একটি বড় সাপোর্ট পেয়েছেন বঙ্গবন্ধু এবং তা তিনি সফলভাবে ব্যবহার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর