ভারতীয় লেখক ও রাজনীতিবিদ শশী থারুর বলেছেন, বঙ্গবন্ধু কখনো কারও সঙ্গে আপস করেননি। বাংলা ও বাংলাদেশকে ভালোবেসেছেন সব সময়। একই সঙ্গে তিনি নেতা হিসেবে সবাইকে উৎসাহিত করতে পারতেন। ঢাকায় লিট ফেস্টের দ্বিতীয় দিনে গতকাল বাংলা একাডেমিতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ মুজিব : আইকন অব পোস্টকলোনিয়াল লিবারেশন’ শীর্ষক সেশনের আলোচনায় বক্তৃতায় তিনি এ কথা বলেন। শশী থারুর আরও বলেন, এক সময় যখন উর্দু নিয়ে চারদিকে মাতামাতি, তখন একদিন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সঙ্গে এক বৈঠকে অংশ নেন। এ সময় ইন্দিরা গান্ধী ইংরেজিতে বক্তব্য দেন। কিন্তু বঙ্গবন্ধু দাঁড়িয়ে বলেন, অন্য কোনো ভাষা নয়, শুধু বাংলা, বাংলা আর বাংলা। এতটাই তিনি বাংলাকে ভালোবেসেছিলেন। আলোচনায় আরও অংশ নেন গবেষক ও অধ্যাপক আফসান চৌধুরী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল চৌধুরী। আফসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নিজে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন। এজন্য তিনি সাধারণ মধ্যবিত্তদের বিষয়গুলো ভালোভাবে বুঝতেন। একই সঙ্গে কোন বিষয়কে কীভাবে উপস্থাপন করতে হবে, তা তিনি খুব ভালোভাবে বুঝতেন, যা অন্য অনেক নেতা সেভাবে বুঝতেন না। এই জায়গা থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের একটি বড় সাপোর্ট পেয়েছেন বঙ্গবন্ধু এবং তা তিনি সফলভাবে ব্যবহার করেছেন।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’