ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সামনের আসনে বসতে চাওয়া নিয়ে দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে গতকাল সকালে এই ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসনসহ কয়েকজন আহত হন। সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর উত্তরের সব থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা খ- খ- মিছিল নিয়ে কেআইবি চত্বরে আসতে থাকেন। এক পর্যায়ে সম্মেলনস্থলে সামনে বসাকে কেন্দ্র করে উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর রেশ ধরেই দুই পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি হয় এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে ইরানের সমর্থকদের ধাওয়া খেয়ে ইসহাক মিয়ার সমর্থকরা সম্মেলনস্থান ছেড়ে খামারবাড়ির পাশে অবস্থান নেন। পরে সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সম্মেলনে বসা নিয়ে ইরান গ্রুপের লোকজনের সঙ্গে আমার সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। কারও মাথা ফেটেছে, কারও হাত ভেঙেছে।’ আহতদের নাম কী জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে এসেছে, নাম বলা মুশকিল। আমি একটু পর আপনাকে ফোন করে তথ্য দেব।’ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সম্মেলন শুরু হওয়ার আগে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে এসেছিলেন। আবার অনেক সাবেক ছাত্রনেতার সঙ্গে কর্মী-সমর্থকও এসেছিল। কেউ কাউকে চিনতে না পারার কারণে বসা নিয়ে চেয়ার ছোড়াছুড়ি হয়। এটাকে মারামারি বলা যাবে না। আমরা ৫-৭ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।’ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয় সর্বশেষ ২০০৬ সালে। ১৩ বছর পর ফের সম্মেলনের আয়োজন। এর আগে সোমবার স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিরোনাম
- শপথ নিলেন সুশীলা কার্কি, নেপালে নতুন ইতিহাস
- ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
- ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় চট্টগ্রাম নগর সাজবে পিংক কালারে
উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর