শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হটলাইনে সমস্যা সমাধান : তাপস

নিজস্ব প্রতিবেদক

হটলাইনে সমস্যা সমাধান : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য হেল্পলাইন চালু করব। হেল্পলাইনে ঢাকাবাসী যে কোনো অভিযোগ দিতে পারবেন। হেল্পলাইনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান না হলে তারা সরাসরি মেয়রকে সংযোগ করতে পারবেন।  মেয়র সঙ্গে সঙ্গেই সেই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। গতকাল দুপুরে রাজধানীর আজিমপুরে বীর উত্তম হাবিবুর রহমান গেটের সামনে ৭ম দিনের মতো নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রম শুরুর সময় তিনি এসব কথা বলেন।  শেখ ফজলে নূর তাপস বলেন, আমি আপনাদের এতটুকু নিশ্চিত করতে পারি, নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়; একজন সেবক হিসেবে ঢাকাবাসীর জন্য কাজ করে যাব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবা প্রদানকারী সংস্থা। সুতরাং এ সেবা সংস্থাকে ২৪ ঘণ্টাই ঢাকাবাসী সেবার নিয়োজিত রাখব। একজন সেবক হিসেবে ২৪ ঘণ্টা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনবাসীর সেবা করব। একজন সেবক হিসেবে ঢাকাবাসী আমাকে ২৪ ঘণ্টাই পাবে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বলেন, আমরা ঢাকাবাসীর কাছ থেকে গণসংযোগে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।  আমরা উন্নয়নের যে রূপরেখা দিয়েছি, সেই রূপরেখা ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। আমাদের প্রথম পরিকল্পনা হলো আমাদের ঐহিত্যকে সংরক্ষণ করা। এবং ঐহিত্যের স্বকীয়তা-অপরূপ রয়েছে সেটাকে প্রস্ফুটিত করা। ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমার সেভাবে কাজ করতে চাই। ঢাকা-১০ আসনের সাবেক এমপি বলেন, আমাদের প্রাণের ঢাকাকে  আমরা পরিষ্কারবান্ধব সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। আবর্জনা পরিষ্কার এগুলো দৈনন্দিন কাজ, দৈনন্দিন করা হবে।  বাসযোগ্য উন্নত ঢাকা গড়তে সিটি করপারেশনের কর্মকর্তা-কর্মচারী ২৪ ঘণ্টা কাজে নিয়োজিত থাকবে।

আমি নির্বাচিত হলে প্রথম দিন থেকেই মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং  রাস্তায় উন্মুক্ত আবর্জনা থাকবে না, সে ব্যবস্থা করব। ঐতিহ্যবাহী লালবাগে গণসংযোগ করেন তাপস। এর আগে ইরাকি মাঠ ও ললিতমোহন দাস লেনে গণসংযোগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর