বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাকিস্তান গেল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট খেলতে গতকাল পাকিস্তান গেছে বাংলাদেশ দল। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের ফ্লাইটে কাতার, সেখান থেকে পাকিস্তান। প্রথম দফায় টি-২০ সিরিজ খেলতে ‘বিশেষ বিমানে’ ক্রিকেটারদের পাকিস্তান পাঠানো হয়েছিল। কিন্তু সিরিজে টাইগাররা ২-০ ব্যবধানে হেরে যায়। টেস্ট সিরিজের জন্য আর বিশেষ বিমানের ব্যবস্থা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুুমিনুল হকের নেতৃত্বে টাইগাররা পাকিস্তান সফরের এই দফায় রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলেই দেশের পথে রওনা দেবে। এরপর তৃতীয় দফায় এপ্রিলে গিয়ে ম্যাচ সিরিজের অন্য টেস্ট ম্যাচটি খেলবেন টাইগাররা। শেষ দফার সফরে পাকিস্তানের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ। নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও তাই মিস্টার ডিপেন্ডেবল যাননি পাকিস্তানে। টি-২০ সিরিজে ভালো করতে না পারলেও টেস্ট সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা। ভালো খেলার কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হক। আশাবাদী কোচ রাসেল ডমিঙ্গোও। যদিও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন টাইগারদের প্রোটিয়া কোচ। তবে ভারত সফরের চেয়ে পাকিস্তানে উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। ডমিঙ্গো বলেন, ‘আমরা যদি নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি, আশা করি ভারত সফরের চেয়ে এই সফরে খেলায় অনেক উন্নতি দেখা যাবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর