বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

চলতি বছরের প্রথম দ্বিপক্ষীয় সফরে গতকাল ইতালির স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় রোম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান মিনিস্টার পেনিপোটেনসিয়ারি অব ইতালিয়ান ফরেন মিনিস্ট্রি ক্রিস্টিয়ানো কোস্তাফাবি এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পার্কো  দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হয়। ইতালির রাজধানীতে সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। চার দিনের এই সফরে শেখ হাসিনা পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তার সম্মানে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেবেন। তিনি আজ সকালে রোমের ভায়া ডেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন। দুই শীর্ষ  নেতা তাদের শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পরে ইতালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসকালীন হোটেলের সভাকক্ষে সাক্ষাৎ করবেন। এ সফরে শেখ হাসিনা সেখানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া নিয়েও কথা বলবেন। সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, কর্মী পাঠানো, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা। ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইএনআইয়ের বাংলাদেশে বিনিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর