বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সংসদে আবারও তথ্য

প্রচারসংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৩০০ প্রচারসংখ্যা নিয়ে এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এই শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে বাংলাদেশ প্রতিদিন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য বেনজীর আহমদ (ঢাকা-২০)-এর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে দেশে প্রচলিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৭৭টি। এর মধ্যে ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৪০টি। সর্বাধিক প্রকাশিত ক্রমানুসারের হিসাব পরিশিষ্ট-ক তে দেখানো হয়েছে। সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর পরিশিষ্ট-ক অনুযায়ী বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ১ হাজার ৮০০ প্রচারসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে আছে দৈনিক প্রথম আলো। এ ছাড়া একই প্রচারসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমাদের সময় ও দৈনিক জনকণ্ঠ। এসব পত্রিকার প্রচারসংখ্যা ২ লাখ ৯০ হাজার ২০০। এরপর রয়েছে দৈনিক সমকালের অবস্থান, প্রচারসংখ্যা ২ লাখ ৭১ হাজার। দৈনিক সংবাদের প্রচারসংখ্যা ২ লাখ ১ হাজার ১০০। এ ছাড়া দৈনিক ভোরের কাগজ ও আমাদের নতুন সময়ের প্রচারসংখ্যা একই অর্থাৎ ১ লাখ ৬১ হাজার ১৬০। এরপরই রয়েছে মানব কণ্ঠের নাম, তাদের প্রচার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৫০।  সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর পরিশিষ্ট-ক অনুযায়ী দেশে ইংরেজি দৈনিক পত্রিকার মধ্যে ৪৪ হাজার ৮১৪ প্রচারসংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে দি ডেইলি স্টার। ৪১ হাজার প্রচারসংখ্যা নিয়ে একই (দ্বিতীয়) অবস্থানে আছে দি ডেইলি সান ও ফিন্যানশিয়াল এক্সপ্রেস। ৪০ হাজার ৬০০ প্রচারসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে আছে ঢাকা ট্রিবিউন। এরপর একই প্রচারসংখ্যা রয়েছে দি ইনডিপেনডেন্ট, দি ডেইলি অবজারভার ও দি ডেইলি বাংলাদেশ পোস্ট পত্রিকার। প্রচার সংখ্যা ৪০ হাজার ৫৫০।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর