ঢাকার সদ্যনির্বাচিত দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে ‘সংখ্যাগরিষ্ঠ ভোটের মেয়র’ বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, দুই মেয়রকে সংখ্যাগরিষ্ঠ ভোটের মেয়র মোটেই বলা যাবে না। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর বাংলাদেশের জনগণ ও যুব সমাজ অনাস্থা প্রকাশ করেছে। নির্বাচিত মেয়ররা মাত্র ৫ থেকে ৭% মানুষের রায় পেয়েছেন। বাকি ফলাফল ইভিএমের জাল ভোট। বর্তমান সরকারের আমলে গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ সরকার চায় ভোটাররা ভোট কেন্দ্রে না যাক। তারা ভোটারদের ভয় পায়। জনগণ ভোট কেন্দ্রে না যাওয়ার অর্থ তারা মনে করে তাদের ভোটে এই সরকারের পরিবর্তন হবে না। এটা দেশ ও জাতির জন্য একটা অশনিসংকেত। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে তার চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে ড. কামালের লিখিত বক্তব্য পড়ে শোনান গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মহসিন রশিদ। এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, সরকার দায়িত্বহীনভাবে সংবিধানের পরিপন্থী কাজ করে গোটা নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছে। ফলে এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। জনগণকে নিয়ে আমাদের পরিবর্তন আনতে হবে। এদেশের মানুষ সচেতন। তারা কখনো স্বৈরতন্ত্রকে গ্রহণ করেনি, এখনো করবে না। তিনি বলেন, জনগণ এদেশে সবসময় ঐক্যবদ্ধ হয়েই তাদের লক্ষ্য অর্জন করেছে, পরিবর্তন এনেছে। তার কোনো ব্যতিক্রম এখনো হবে না। জনগণের মধ্যে একটা ঐকমত্য গড়ে উঠেছে। সেটাকে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রকাশ করলে অবশ্যই তারা এগিয়ে আসবে। আমি মনে করি, যেটা সরকার চাচ্ছে, সেটা পারবে না তারা। আমরা জনগণের ওপর ভর করেই রাজনীতি করি, শক্তি তো জনগণের। সেটা উৎসাহিত করার ব্যাপারে আমরা অবশ্যই যা প্রয়োজন সভা-সমিতি, মিছিল-মিটিং করে যাব। অবশ্যই পরিবর্তন আসবে। এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার দুই বছরপূর্তি উপলক্ষে তার মুক্তির দাবিতে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেলা ১১টায় প্রতিবাদ সভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। ড. কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির বৈঠকে জেএসডির আ স ম আবদুর রব, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের অ্যাডভোকেট স্ব্রুত চৌধুরী, মোশতাক হোসেন, মহসিন রশিদ, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, বিকল্পধারার নূরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
দুই সিটি মেয়র সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত নন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম