বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএমে হয় ডিজিটাল কারচুপি

নাটোর প্রতিনিধি

ইভিএমে হয় ডিজিটাল কারচুপি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা আগেই বলেছিলাম, নির্বাচন কমিশন ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির ষড়যন্ত্রে মেতে উঠবে। এটা যে ভোটাধিকার হত্যার নিঃশব্দ প্রকল্প তা ঢাকার দুই সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে। ইভিএমে ডিজিটাল জালিয়াতির দায় নিয়ে সরকার এবং সিইসিসহ সব নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত। গতকাল দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (আহ্বায়ক কমিটির সদস্য সচিব) হযরত আলীর মৃত্যুতে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অধ্যাপক কামরুন্নাহার শিরিন, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, নাটোর পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ  হোসেন সোহাগ, ছাত্রদল নেতা শামসুল ইসলাম রনি প্রমুখ। সাবেক উপমন্ত্রী দুলু বলেন, সারা দেশের মানুষ দেখেছে ঢাকায় ধানের শীষের জোয়ার। এটা দেখেই সরকার ও নির্বাচন কমিশন ইভিএম জালিয়াতির আশ্রয় নিয়েছে। তারপরও ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। বাকিগুলো নির্বাচন কমিশনের কারসাজি।

ছাত্র, যুবক, তরুণ, বৃদ্ধ কেউই ভোটকেন্দ্রে যায়নি। এমনকি আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরাও এ ভোট বর্জন করে। আমি মনে করি, বর্তমান সরকার ও  সিইসিসহ পুরো নির্বাচন কমিশনের এখন পদত্যাগ করা উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর