মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এমপি রতনকে দুদকে তলব

পরিবহন নেতা এনায়েত উল্যার বিষয়ে অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সংশ্লিষ্টতা ও ক্যাসিনোকান্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। গতকাল তাকে পাঠানো নোটিসে ১৮ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। সংস্থাটির পরিচালক  সৈয়দ ইকবাল হোসেন এ নোটিস পাঠান। এনায়েত উল্যার বিষয়ে অনুসন্ধান : ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহর বিরুদ্ধে চাঁদাবাজিসহ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভিন্ন অফিসে রেজিস্ট্রেশনসহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে চিঠি দিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক নুরুল হুদা। গতকাল দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৯ জানুয়ারি পাঠানো চিঠিতে এনায়েত উল্যাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, মেয়ে চশমে জাহান নিশি এবং ছেলে রিদওয়ানুল আশিক নিলয়ের নামে কোনো প্রকার যানবাহন রেজিস্ট্রেশন থাকলে তার তথ্যাদি প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ খন্দকার এনায়েত উল্যাহ রাজধানীর আশপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর