মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করছি

নিজস্ব প্রতিবেদক

মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করছি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করছি। দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। এ সময় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি। জি এম কাদের বলেন, অনেকেই ভেবেছিল পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু সবার আশঙ্কা ভুল প্রমাণ করে জাতীয় পার্টি এখনো ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি অনেক শক্তিশালী। আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে সবাই মিলে কাজ করতে হবে। জাতীয় যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন সভাপত্বি করেন। এ সময় ৪ এপ্রিল জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান করতে অনুমতি দেন পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দলকে আরও গতিশীল করতে প্রেসিডিয়ামের সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এক নেতা একাধিক পদে থাকতে পারবেন কিনা সেটাও সিদ্ধান্ত নেওয়া হবে। নেতা-কর্মীদের সতর্ক করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, রাজনীতিতে দুর্নীতি, ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাব আমরা। তিনি বলেন, জাতীয় পার্টিতে প্রকৃত ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।

জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলমের সঞ্চালনায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সহসভাপতি ড. সৈয়দ আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর