শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল টুইটারে এক ভিডিও  পোস্ট করে করোনায় আক্রান্তের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই জানান। তিনি জানান, করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন তিনি। সূত্র : বিবিসি। উল্লেখ্য, যুক্তরাজ্যে মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৭৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আক্রান্তের কয়েক ঘণ্টা পর জানা গেল দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এক টুইট বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানান। টুইট বার্তায় তিনি বলেন, করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে।  এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব। দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর