মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

র‌্যাবকে মাস্ক ও খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবকে মাস্ক ও খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা গ্রুপ

র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে গতকাল ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ও ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান -বাংলাদেশ প্রতিদিন

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় এবার এলিট ফোর্স র‌্যাবকে মাস্ক ও খাদ্যসামগ্রী সরবরাহ করল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল দুপুরে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। র‌্যাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল প্রমুখ। দেশের এই ক্রান্তিকালে এগিয়ে আসার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ড. বেনজীর আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই দেশের কল্যাণে ভূমিকা রেখে আসছে। এই সংকটকালীন মুহূর্তে একইভাবে অন্যসব শিল্প গ্রুপগুলোকেও বসুন্ধরা গ্রুপের মতো এগিয়ে আসার আহ্বান জানান তিনি। র‌্যাব মহাপরিচালক বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। মাস্ক ও ত্রাণ হস্তান্তরের সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসায় পাঁচ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এই শিল্পগ্রুপ। ইতিমধ্যে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। গত রবিবার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর