রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

চীনা ভ্যাকসিন প্রায় শতভাগ কার্যকর দাবি

প্রতিদিন ডেস্ক

করোনা প্রতিরোধে চীনের বেইজিংভিত্তিক বায়োটেক সংস্থা ১০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নিয়ে একটি বাণিজ্যিক প্লান্ট তৈরি করছে। সূত্র : স্কাই নিউজ।

খবরে বলা হয়, কভিড-১৯ ভ্যাকসিনের কাজে ব্যস্ত চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা ৯৯% নিশ্চিত যে এটি কার্যকর হবে। যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম স্কাই নিউজকে বেইজিংভিত্তিক জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাকের গবেষকরা এ নিশ্চয়তা দেন। স্কাই নিউজ প্রথম ব্রিটিশ সম্প্রচার মাধ্যম হিসেবে সিনোভ্যাকের গবেষণাগার পরিদর্শনও করেছে। বর্তমানে সিনোভ্যাকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনটি ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। এটি নিরাপদ কি না- তা পরীক্ষা করতে এক হাজার স্বেচ্ছাসেবীকে এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্কাই নিউজকে সিনোভ্যাকের গবেষকরা বলেন, ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করতে তারা যুক্তরাজ্যে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ সময় সিনোভ্যাকের গবেষক লুও বৈশানের কাছে জানতে চাওয়া হয়েছিল- ভ্যাকসিনটির সাফল্যের বিষয়ে তিনি কতটা আশাবাদী? জবাবে তিনি বলেন, ‘এটা অবশ্যই সফল হবে। ৯৯ শতাংশ নিশ্চিত।’ গত মাসে সিনোভ্যাক একাডেমিক জার্নাল সায়েন্স-এ তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে, যাতে করোনাভ্যাক নামে তাদের ভ্যাকসিনটি বানরের ওপর পরীক্ষায় সফল বলে জানানো হয়। এটি বানরের শরীরে করোনাসংক্রমণ প্রতিরোধে সক্ষম হয়েছিল।

সর্বশেষ খবর