শিরোনাম
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক বছরের পাচারের টাকায় স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব : নজরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মাত্র এক বছরে বিদেশে পাচার করা টাকা উদ্ধার করা গেলে করোনা মহামারী নিয়ন্ত্রণ কিংবা স্বাস্থ্য খাতের উন্নয়নে কারও কাছে হাত পাতার প্রয়োজন হবে না। তিনি বলেন, হাতে গোনা কিছু ক্ষমতাধর দুর্নীতিবাজ ব্যক্তি সুইস ব্যাংক, কানাডার বেগমপাড়া কিংবা মালয়েশিয়ার সেকেন্ড হোমে যে পরিমাণ টাকা পাচার করেছেন তা কল্পনারও অতীত। ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর গতকাল দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান এসব কথা বলেন। এ সময় করোনাভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে অবিলম্বে সারা দেশে অস্থায়ী হাসপাতাল স্থাপনের প্রস্তাব করা হয়েছে ২০-দলীয় জোটের পক্ষ থেকে।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট নিয়ে ‘অহেতুক সময়ক্ষেপণ’ এর পাশাপাশি সরকারিভাবে বিদেশ থেকে নিম্নমানের কিট, মাস্ক, পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নিয়ে দুর্নীতিতে ক্ষোভ প্রকাশও করেছে ২০ দল। ২০-দলীয় জোটের ভার্চুয়াল বৈঠকে ২২টি দলের মধ্যে ১৯টি দলের শীর্ষ নেতারা অংশ নেন। নজরুল ইসলাম খান ছাড়াও আরও ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের প্রমুখ। জোটের পক্ষে নজরুল ইসলাম খান বলেন, কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করতে হবে। নতুন বছরের বাজেট দরিদ্র গণমানুষের কোনো কল্যাণ করবে না। এই বাজেট ধনবান ও ক্ষমতাসীনদেরই স্বার্থ রক্ষা করবে। তাই ২০ দল এই বাজেট প্রত্যাখ্যান করছে।

সর্বশেষ খবর