করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের নিম্ন আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হয়েছে গতকাল। আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইনজীবীরা। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষায় আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টকে আরও বেশি তৎপর হতে হবে বলেও জানিয়েছেন তারা। এদিকে উচ্চ আদালতে স্বাভাবিক বিচার কাজ শুরু হচ্ছে কি-না, সে সিদ্ধান্ত জানা যাবে আজ। গতকাল সরেজমিন ঢাকা জজ কোর্ট এলাকা ঘুরে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় বিচারপ্রার্থী মানুষের সংখ্যা কম। তবে আইনজীবীদের উপস্থিতি অনেক বেড়েছে। আইনজীবীদের মুখে ছিল মাস্ক। সব আদালতের বিচার কার্যক্রম শুরু হয়েছে। আইনজীবী সমিতি ভবনের সামনে সমিতির পক্ষে আইনজীবীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও জুতা জিবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে এজলাসে প্রবেশে ছিল না কোনো সুরক্ষাব্যবস্থা। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকার কথা থাকলেও গতকাল ঢাকার আদালতে কোনো এজলাসের সামনে এমন দৃশ্য চোখে পড়েনি। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে প্রত্যেক আদালত ভবনের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হলেও এমন কোনো দৃশ্যও গতকাল ঢাকার আদালতে দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আইনজীবীদের সুরক্ষার জন্য সমিতির পক্ষ থেকে সমিতি ভবনের সামনে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। তবে খুব শিগগিরই সরকারি ব্যবস্থাপনায় জনসাধারণের জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করছি। এদিকে সুপ্রিম কোর্টে স্বাভাবিক বিচারকাজ শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে আজ বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সভা করবেন। সভার আলোচ্যসূচিতে প্রথমেই রাখা হয়েছে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকাজ পরিচালনার বিষয়টি। এ ছাড়া সুপ্রিম কোর্টে বার্ষিক অবকাশকালীন ছুটির বিষয়েও আলোচনা হবে ওই সভায়। বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তারের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একই সময় সাধারণ ছুটি ঘোষণা করা হয় আদালতেও। পরে দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত ১৬ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। সরকার ৩০ মের পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
উচ্চ আদালত নিয়ে সিদ্ধান্ত আজ
চার মাস পর নিম্ন আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু
নিজস্ব ও আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম