মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
সিলেট

ফেরা অনিশ্চিত লাখো প্রবাসীর

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট নগরীর শাপলাবাগের খাদিম আহমদ। ব্যবসা করেন আবুধাবিতে। করোনা সংকটের আগে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। করোনার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ফিরে যেতে পারেননি সময়মতো। এখন ফ্লাইট চালু হলেও বিমানের টিকিট না পাওয়ায় যেতে পারছেন না ফিরে। তিনি ফিরে যেতে না পারায় ব্যবসাও পড়েছে হুমকির মুখে। গত কয়েকদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের  সিলেট অফিসে তিনি নিয়মিত ধরনা দিচ্ছেন। কিন্তু দেশে ফেরার ৬ মাসের বেশি সময় পার হয়ে যাওয়ায় বিমান কর্তৃপক্ষ তার রিটার্ন টিকিট কনফার্ম করছেন না। খাদিম আহমদের চেয়ে বড় সংকটে রয়েছেন দক্ষিণ সুরমার চান্দাই জৈনপুরের মো. সেলিম মিয়া। কুয়েত প্রবাসী সেলিম মিয়া করোনার কারণে দেশে এসে আটকা পড়েন। কিন্তু এখনো কুয়েতের সঙ্গে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু না হওয়ায় ফিরে যেতে পারছেন না তিনি। আগামী মাসের শুরুতেই ভিসার মেয়াদ শেষ হচ্ছে তার। ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে কুয়েত সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা না আসায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তিনি। করোনার কারণে খাদিম আহমদ ও সেলিম মিয়ার মতো সিলেট বিভাগের অন্তত ৫ হাজার মধ্যপ্রাচ্য প্রবাসী ফিরে যাওয়া নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। টিকিট কনফার্ম করার জন্য প্রতিদিন বিমান অফিসে গিয়ে ধরনা দিয়েও কাজ হচ্ছে না। আগস্ট মাসের দুবাই ও আবুধাবিগামী বিমানের সব ফ্লাইটের সিট আগেই বুকিং হয়ে যাওয়ায় বিমান অফিস থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। টিকিট কনফার্ম করতে না পেরে গত ১১ ও ১২ আগস্ট সিলেট বিমান অফিসের সামনে বিক্ষোভ করেন দুবাই ও আবুধাবি প্রবাসীরা। ১২ আগস্ট প্রায় এক ঘণ্টা আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে পুলিশ গিয়ে প্রবাসীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-আবুধাবি অতিরিক্ত একটি ফ্লাইটের ব্যবস্থা করে। আগামী ২২ আগস্ট এই ফ্লাইটটি ঢাকা থেকে আবুধাবি যাওয়ার কথা। কিন্তু বাড়তি এই ফ্লাইট দিয়েও যাত্রীর চাপ কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন বিমান কর্মকর্তারা। এদিকে, সৌদি আরব, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে এখনো আকাশযোগাযোগ শুরু না হওয়ায় সেসব দেশের প্রবাসীরা কবে ফিরে যেতে পারবেন না তা নিয়ে শঙ্কিত। এর মধ্যে কেবলমাত্র সৌদি আরব ভিসার মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে। বাকি দেশগুলোর যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তারা ফিরে যাওয়া নিয়ে রয়েছেন অনিশ্চয়তায়। এদিকে, ঢাকা-বাহরাইন বাংলাদেশ বিমানের ফ্লাইট না থাকায় প্রবাসীরা আমিরাত ও গালফ এয়ারওয়েজে যাতায়াত করতেন। আমিরাত ফ্লাইট চালু করলেও সিট সংকটের কারণে বাহরাইন প্রবাসীরাও ফিরে যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট অফিসের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের নতুন নিয়ম অনুযায়ী আটকা পড়া যাত্রীদের ফিরে যাওয়ার ব্যাপারে অনলাইন ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যাদের ক্লিয়ারেন্সের ব্যাপারে ‘রেড সিগন্যাল’ দেখাচ্ছে তাদের ভিসার মেয়াদ থাকলেও এই মুহূর্তে যেতে পারছেন না। আবার যারা দেশে ফেরার ৬ মাসের বেশি সময় হয়ে গেছে তাদের ফিরে যাওয়ার ব্যাপারেও জটিলতা রয়েছে। প্রবাসীদের ফিরে যাওয়ার ব্যাপারে বিমান নিয়ম অনুযায়ী সব ধরনের সহযোগিতা করছে বলে জানান শাহনেওয়াজ মজুমদার।

সর্বশেষ খবর