মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসছে যুক্তরাষ্ট্র থেকে

নিজস্ব প্রতিবেদক

দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয় আসছে বিশ্বের নম্বর ওয়ান অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরসঙ্গে বাড়ছে প্রবাসী বন্ডে বিনিয়োগ। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সৌদি আরব প্রবাসীরা ৬৩ কোটি ২৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসীরা পাঠিয়েছেন ৩৪ কোটি ৩৫ লাখ ডলার। আর সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২৮ কোটি ৫৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, প্রতিবছর দেশে যে রেমিট্যান্স আসে তার প্রায় অর্ধেক পাঠান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। স্বাধীনতার পর থেকেই সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে সৌদি আরব থেকে। এতদিন দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে গত সাত মাস ধরে আমিরাতকে ডিঙিয়ে দ্বিতীয় অবস্থানে থাকছে যুক্তরাষ্ট্র। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসীরা যেখানে মোট ১৬৪ কোটি ৫১ লাখ ডলার পাঠিয়েছেন, আমিরাত থেকে এসেছে ১৪১ কোটি ৮২ লাখ ডলার। এরআগে ২০১৯-২০ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিরা ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০১ কোটি ৫১ লাখ ডলার; সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪৭ কোটি ২৫ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে ২৪০ কোটি ৩৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

সর্বশেষ খবর