বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পুরান ঢাকায় ভুয়া ক্যাবল কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার নবাবপুরে ভুয়া ক্যাবল কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব। এসময় সিলগালা করে দেওয়া হয়েছে কারখানাগুলো। গতকাল দুপুর ১২টায় নবাবপুরের ইসলাম মার্কেটের পাশের একটি ভবন থেকে এ অভিযান শুরু করে র‌্যাব-১০। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। পাশাপাশি ৫৫ লাখ টাকা জরিমানা এবং ৬ ফ্যাক্টরি ও ২ গোডাউন সিলগালা করা হয়।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, কারখানাগুলোতে জিআই তার দিয়ে মানহীন ইলেক্ট্রিক ক্যাবল তৈরি করে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এসব ক্যাবলের কারণেই ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা। এছাড়াও যেসব ভবনে এসব নকল তার বানানো হয়, সেসব ভবন মালিককেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সারওয়ার আলম।

 

সর্বশেষ খবর