শিরোনাম
রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিতর্কের মধ্যেই দ্বিতীয় ভ্যাকসিন আনছে রাশিয়া

প্রতিদিন ডেস্ক

বিতর্কের মধ্যেই দ্বিতীয় ভ্যাকসিন আনছে রাশিয়া

করোনার ভ্যাকসিন তৈরিতে নয়া চমক রাশিয়ার। প্রথম ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিয়ে বিতর্ক না থামলেও রাশিয়ায় তৈরি করোনার আরও একটি ভ্যাকসিন নিয়ে শোরগোল পড়ে গেছে। রাশিয়ার গণমাধ্যম  বলছে, দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ বানিয়েছে রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। জানা  গেছে, রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনের তৃতীয় স্তরের ট্রায়াল চলছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বরেই সেই ট্রায়াল শেষ হবে। দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ প্রথম দফায় ৫৭ জনের শরীরে টিকা দেওয়া হয়েছিল। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকি এই প্রতিষেধকটিরও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। গোটা বিশ্বের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেছে রাশিয়া। ১১ আগস্ট বিশ্বের হিসাবে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করে রাশিয়া। খোদ রুশ প্রেসিডেন্টের মেয়েকেও সেই টিকা দেওয়া হয়েছে। আগস্টের শেষেই ‘স্পুটনিক ভি’ নামে করোনার সেই ভ্যাকসিন বাজারে আনছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সহায়তায় গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছে করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক’। যদিও সেই ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে নানাবিধ প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, করোনার ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করেছে রাশিয়া। খোদ পুতিন সরকারের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন আগেই জানান, তাদের তৈরি ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুই হয়নি। যদিও ইতিমধ্যেই ২০টি দেশ করোনার ভ্যাকসিনের জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। এরই মধ্যে দ্বিতীয় আরও একটি ভ্যাকসিনের তথ্য প্রকাশ্যে এনেছে রাশিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর