মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কক্সবাজার উপকূল হয়ে চট্টগ্রাম যাচ্ছিল ১৩ লাখ পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৬৫ কোটি টাকার ১৩ লাখ পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। ইয়াবার এই চালানটি মিয়ানমার থেকে পাচার হয়ে কক্সবাজারে এসেছিল। রবিবার দিবাগত ভোররাতে বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী একটি বোটও জব্দ করে র‌্যাব। এ সময় এক রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এরা হলেন উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৬ ব্লকের মোহাম্মদ আয়াজ (৩৪) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার পাওয়ার হাউস এলাকার মোহাম্মদ বিল্লাল (৪৫)।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার গতকাল কক্সবাজার র‌্যাব-১৫-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। র‌্যাবের কাছে খবর ছিল, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে একটি বোট কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব বঙ্গোপসাগরে অভিযানে নামে। বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সবচেয়ে বড় এই চালানটি উদ্ধার করতে সক্ষম হন সংস্থাটির সদস্যরা। এ সময় কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. আয়াজ এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার পাওয়ার হাউস এলাকার মো. বিল্লালকে আটক করে র‌্যাব। কর্নেল তোফায়েল জানান, সমুদ্রপথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে এই চালানটি চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর