মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ডা. সাবরিনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

ডা. সাবরিনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সেলিনা আখতার মনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ আগস্ট সাবরিনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় দুদক। সাবরিনা ও আরিফুল ছাড়া  অন্যরা হলেন তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা। জানা গেছে, করোনার ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ সাবরিনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সরকারি চাকরিতে বহাল থেকে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করেছেন তিনি। ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। ১২ জুলাই গ্রেফতার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়। জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে থেকে করোনার ভুয়া প্রতিবেদন দিয়ে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাড়াও সাবরিনার অন্যান্য অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নামে দুদক। ১৩ জুলাই সাবরিনার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর